চালের আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত: বাণিজ্যমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

চালের দাম কমাতে আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

এর ফলে কেজি প্রতি চালের দাম কমপক্ষে ৬ টাকা কমবে  বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মঙ্গলবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কম্পিটিশন আইন নিয়ে এক কর্মশালার শুরুতে সাংবাদিকদের একথা জানান তিনি।

বাণিজ্যমন্ত্রী বলেন, সোমবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করে তার নির্দেশনা অনুযায়ী চালের ওপর আমদানি শুল্ক ২৮ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আজকালের মধ্যে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি।

মন্ত্রী বলেন, এই সিদ্ধান্তের ফলে কেজি প্রতি চালের দাম কমবে কমপক্ষে ৬ টাকা। এতে বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে বলে আমরা আশা করছি। ইতোমধ্যে সরকারি পর্যায়েও চাল আমদানির সিদ্ধান্ত হয়েছে। আশা করা যায় বাজার দ্রুতই স্বাভাবিক হয়ে আসবে।

পূর্ববর্তী নিবন্ধদুষ্কৃতিকারী যেই হোক তাকে শাস্তি পেতে হবে: ত্রাণমন্ত্রী
পরবর্তী নিবন্ধসবার অংশগ্রহণে সুষ্ঠু নির্বাচন সম্ভব : সিইসি