দুবাইয়ে সততার বিরল দৃষ্টান্ত বাংলাদেশীর

পপুলার২৪নিউজ ডেস্ক:
আরব আমিরাতের দুবাইয়ে সততার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন বাংলাদেশী প্রবাসী জহির রহমান। তিনি আন্দ্রেস ক্রসে নামে এক জার্মান নাগরিকের একটি মানিব্যাগ কুড়িয়ে পেয়ে তা ফেরত দিয়েছেন।

মানিব্যাগটিতে নগদ অর্থ ও ক্রেডিট কার্ড ছিল। ৪২ বছর বয়সী জহিরের মাসিক আয় ৭০০ দিরহাম। বুধবার দুবাইয়ের একটি পার্কে এ ঘটনা ঘটে। খালিজ টাইমস।

জহির রহমান বলেন, ‘আমি বুধবার বিকালে কাজ করছিলাম। এ সময় আবুধাবি চেম্বার অব কমার্সের পাশে একটি বেঞ্চের ওপর কালো মানিব্যাগটি পড়ে থাকতে দেখি। আমি জানতাম, মালিক মানিব্যাগটি খুঁজতে আসবেন। আর এ জন্যই আমি ওই স্থানে অপেক্ষায় ছিলাম। এক ঘণ্টা পর ওই জার্মান নাগরিক সেখানে মানিব্যাগটি খুঁজতে আসেন। আমানত হিসেবে মানিব্যাগটি প্রকৃত মালিকের কাছে ফেরত দিয়ে আমার দায়িত্ব পালন করেছি মাত্র।’

পূর্ববর্তী নিবন্ধমিমি-নুসরাত দুই বোন!
পরবর্তী নিবন্ধশিশুর ভাইরাস জ্বর হলে করণীয়