তাজিয়া মিছিলে মাঝপথে প্রবেশ করা যাবে না

পপুলার২৪নিউজ প্রতিবেদক :
পবিত্র আশুরার তাজিয়া মিছিল কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে থাকবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, এজন্য ডিএমপির পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুরান ঢাকার হোসনি দালান এলাকায় তাজিয়া মিছিলের প্রস্তুতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, মিছিলের শুরু থেকেই অংশগ্রহণ করতে হবে। মিছিল শুরুর পর কোনোভাবেই মাঝপথে মিছিলে প্রবেশ করা যাবে না।

অতীতের অভিজ্ঞতার আলোকেই এবারের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে জানিয়েছে তিনি আরও বলেন, কোনো ধরনের ‍বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেজন্য মিছিলের সামনে-পেছনে বিপুল সংখ্যক পোশাক পরিহিত পুলিশ, র‌্যাব ও সরকারের গোয়েন্দা সংস্থা মোতায়েন থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ৮ মাস ধরে তরুণীকে ধর্ষণ করেছেন ভণ্ডবাবা সিয়ারাম দাস!
পরবর্তী নিবন্ধপুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের তহবিলের মেয়াদ আরও ২ বছর বেড়েছে