ঠুমরির রানি’ গিরিজা দেবী আর নেই

পপুলার২৪নিউজ ডেস্ক:
‘ঠুমরির রানি’খ্যাত শাস্ত্রীয় সংগীতের খ্যাতিমান ভারতীয় শিল্পী গিরিজা দেবী মারা গেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে কলকাতার বিএম বিরলা হাসপাতালে তার মৃত্যু হয়।

অনেক দিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন ৮৮ বছরের এই সংগীতশিল্পী। তবে তার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১১টা নাগাদ বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন গিরিজা দেবী।

এর পর তাকে সিসিইউতে হস্তান্তর করা হয়। রাত পৌনে ৯টার দিকে তিনি মারা যান।

বেনারস ও সেনিয়া ঘরানার শিল্পী গিরিজা দেবী ১৯২৯ সালে বারানসিতে জন্মগ্রহণ করেন।

কণ্ঠশিল্পী ও সারেঙ্গিবাদক সারজুপ্রসাদ মিশ্রর কাছে তিনি প্রথমে খেয়াল ও টপ্পায় প্রশিক্ষণ নেন। পরবর্তী সময় চাঁদ মিশ্রর কাছে বিভিন্ন সংগীত রীতি রপ্ত করেন।

বারানসি থেকে তিনি কলকাতায় চলে আসেন। এর পর আমৃত্যু এই শহরেই ছিলেন গিরিজা দেবী।

ধ্রুপদী ও শাস্ত্রীয় সংগীতের পাশাপাশি ঠুমরিকে জনপ্রিয় করে তুলতে গিরিজা দেবী যথেষ্ট অবদান রাখেন। এমনকি জীবদ্দশায় তিনি ‘ঠুমরির রানি’ হিসেবে পরিচিতি পান।

১৯৪৯ সালে অলইন্ডিয়া এলাহাবাদ রেডিওতে পরিবেশনার মাধ্যমে গিরিজা দেবীর আত্মপ্রকাশ ঘটে।

ছয় দশকের বেশি বর্ণাঢ্য সংগীতজীবনে গিরিজা দেবী অর্জন করেছেন বহু পুরস্কার ও সম্মাননা। এর মধ্যে রয়েছে ভারত সরকারের পদ্মশ্রী (১৯৭২), পদ্মভূষণ (১৯৮৯) ও পদ্মবিভূষণ (২০১৬) সম্মাননা।

প্রতিষ্ঠাকাল থেকে কলকাতা আইসিটি সংগীত রিসার্চ একাডেমিতে সংগীত গুরু ছিলেন তিনি। ঢাকায় বেঙ্গল ক্ল্যাসিক্যাল উৎসবে তিনবার এসেছিলেন দেবী গিরিজা প্রসাদ।

গিরিজা দেবীর মৃত্যুতে ভারতসহ উপমহাদেশের সংগীতমহলে শোকের ছায়া নেমে আসে।

শোক জানিয়েছেন পণ্ডিত অজয় চক্রবর্তী এবং ওস্তাদ রশিদ খানসহ গোটা সংগীত জগৎ।

পণ্ডিত অজয় চক্রবর্তী বলেন, ‘তার মৃত্যুতে ঠুমরির সংসারে অন্ধকার ঘনীভূত হল।’
পণ্ডিত রশিদ খান বলেন, ‘খুব দুঃখের বিষয়। ভীষণ ভালোবাসতেন। মায়ের মতো ছিলেন।’

গিরিজা দেবীর প্রয়াণে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গভীর শোক জানিয়েছেন।

তার স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মমতা টুইট করেন, ‘গিরিজা দেবীর মৃত্যু সংগীতজগতের বড় ক্ষতি। রাজ্যসরকার গিরিজা দেবীকে ২০১২ সালে সংগীত মহাসম্মান ও ২০১৫ সালে বঙ্গবিভূষণ সম্মাননা প্রদান করে।’

 

পূর্ববর্তী নিবন্ধমেসি-সুয়ারেস বিহীন বার্সার জয়
পরবর্তী নিবন্ধশতাব্দীর সেরা নির্বোধ তারা!