টুইংকেলের ‘ট্রফি হাজবেন্ড’ অক্ষয়

পপুলার২৪নিউজ ডেস্ক:
গতকাল ভারতের রাজধানী নয়াদিল্লিতে দেওয়া হলো ৬৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার প্রথমবারের মতো সেরা চলচ্চিত্র অভিনেতার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার। ‘রুস্তম’ ছবির জন্য তিনি এই পুরস্কার জেতেন। পুরস্কার প্রাপ্তির পর তাঁর স্ত্রী টুইংকেল খান্না টুইটারে মজা করে লিখেছেন, ‘এখন আমি আনুষ্ঠানিকভাবে অক্ষয়কে আমার ‘‘ট্রফি হাজবেন্ড’’ বলতে পারব।’
সাধারণত আকর্ষণীয় পুরুষের বয়স্ক ও ধনী স্ত্রী থাকলে তাঁকে ‘ট্রফি হাজবেন্ড’ বলা হয়।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার আসরে সেরা অভিনেতার ট্রফি গ্রহণ করতে অক্ষয়ের সঙ্গী হয়েছিলেন তাঁর অভিনেত্রী ও ঔপন্যাসিক স্ত্রী টুইংকেল। তাঁর সঙ্গে বড় সন্তান আরাভও গিয়েছিল। তিনজন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন পুরোদস্তুর ভারতীয় সাজে। অক্ষয় কুমার গতকালের দিনটিকে বলছেন, তাঁর জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন আর পরিবারের মানুষেরাও তাঁর কাছে সমান গুরুত্বের।

রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার গ্রহণ করার একটি ছবি টুইটারে প্রকাশ করে এই অভিনেতা লিখেছেন, ‘কোনো ভাষা দিয়েই এই আনন্দ প্রকাশ করা যাবে না। আমার জীবনের প্রথম জাতীয় পুরস্কারটি আপনাদের সবার। আমাকে ভালোবাসার জন্য ধন্যবাদ।’ হিন্দুস্তান টাইমস।

পূর্ববর্তী নিবন্ধআল-আরাফাহ্ ইসলামী ব্যাংকরে হডে অফসি র্কপােরটে শাখার শুভ উদ্বোধন
পরবর্তী নিবন্ধবিশ্বের বিলাসবহুল ট্রেনের টিকেট ৮ লাখ টাকা!