জেরুসালেমে ইসরায়েলি সৈন্যদের ওপর ট্রাক-হামলা, নিহত ৪

8পপুলার২৪নিউজ ডেস্ক:

ইসরায়েলের পুলিশ বলছে, জেরুসালেমে এক দল সৈন্যের ওপর একটি ট্রাক উঠিয়ে দেবার ঘটনায় অন্তত চার জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। হাসপাতাল সূত্রগুলো বলছে, নিহতরা সবাই সৈন্য এবং তাদের বয়স ২০-এর কোঠায়।
ঘটনাটিকে একটি সন্ত্রাসী আক্রমণ বলেই সন্দেহ করছে পুলিশ। ট্রাকটির চালককে গুলি করে হত্যা করা হয়েছে
এক বলা হচ্ছে সে জেরুসালেমেরই একটি আরব এলাকার বাসিন্দা ছিল
তবে তার নাম-পরিচয় এবং জাতীয়তা এখনো প্রকাশ করা হয় নি।
জেরুসালেমের পুরোো শহরের কাছে একটি রাস্তায় একদল ইসরায়েলি সৈন্য একটি বাস থেকে নামার সময় চলন্ত ট্রাক দিয়ে আক্রমণটি চালানো হয়। রেডিওর খবরে বলা হয়, রাস্তার ওপর অনেক দেহ পড়ে থাকতে দেখা গেছে।
পুলিশের এক মুখপাত্র স্থানীয় রেডিও স্টেশনকে জানান, এটি ট্রাক দিয়ে চালানো একটা সন্ত্রাসী হামলা।
স্থানীয় খবরে বলা হয়, চার জন সৈন্য এ আক্রমণে মারা গেছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা কিছু ছবিতে দেখা যায় ট্রাকটির সামনের উইন্ডস্ত্রিনে বুলেটের আঘাতে বেশ কিছু ফুটো তৈরি হয়েছে।
গত ১৫ মাসে ইসরায়েলিদের ওপর বেশ কিছু ফিলিস্তিনি আক্রমণের ঘটনা ঘটেছে – যার বেশির ভাগই ছুরি দিয়ে চালানো, তবে কয়েকটিতে যানবাহনও ব্যবহৃত হয়।
কয়েকদিন আগে জার্মানির বার্লিন শহরে ট্রাক দিয়ে চালানো এমনই একটি আক্রমণে ১২ জন নিহত হয়।- বিবিসি বাংলা

পূর্ববর্তী নিবন্ধসহকারী জজ হিসেবে ৭৯ জনের নিয়োগ
পরবর্তী নিবন্ধওয়ালটনের নতুন স্মার্টফোন প্রিমো ‘এক্স ফোর প্রো’