জেরুজালেমকে ইসরাইলের রাজধানী করলে লড়াই চলবে

পপুলার২৪নিউজ ডেস্ক:

পবিত্র জেরুজালেম শহরকে অবৈধ রাষ্ট্র ইসরাইলের রাজধানী ঘোষণা করা হলে শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান।

এছাড়া এমন ঘোষণা দেয়ার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুশিয়ার করেছেন তিনি।

মঙ্গলবার আঙ্কারায় দলীয় অনুষ্ঠানের ভাষণে এরদোগান বলেন, ‘মিস্টার ট্রাম্প, জেরুজালেম মুসলিমদের জন্য রেড লাইন।’

ট্রাম্প এমন সিদ্ধান্ত নিলে পাঁচ থেকে ১০ দিনের মধ্যে ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যদের শীর্ষ বৈঠকের আহ্বান জানানো হবে বলে ঘোষণা দেন ওআইসির বর্তমান সভাপতি এরদোগান।

এছাড়া তুরস্ক ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের বিষয়টি বিবেচনা করবে বলেও জানিয়ে দেন এরদোগান।

পূর্ববর্তী নিবন্ধজয়ের সুবাস পাচ্ছে ভারত
পরবর্তী নিবন্ধজয় দিয়েই গ্রুপ পর্ব শেষ করল বার্সেলোনা