জঙ্গি অর্থায়নের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে: মতিয়া চোধুরী

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

জঙ্গি অর্থায়নের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছেন সংসদ কার্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী বেগম মতিয়া চোধুরী।

সোমবার জাতীয় সংসদে টেবিলে উত্থাপিত এম. আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেছেন।

লিখিত জবাবে মতিয়া চৌধুরী বলেছেন, ‘যে কোনো ধরণের জঙ্গি অর্থায়নের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এনজিও বিষয়ক ব্যুরোতে এনজিওদের দাখিলকৃত Form FM (Foreign Donations-6) (প্রকল্প প্রস্তাব) এর ৫(গ) অনুচ্ছেদের শর্তানুযায়ী প্রকল্পের অর্থের উৎস United Nations Security Council Resolution (UNSCR) দ্বারা প্রকাশিত মানিলন্ডারিং এবং সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নকারী কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে যাচাই করে দেখা হয়।’

প্রকল্প প্রস্তাবে জঙ্গি অর্থায়ন এবং মানিলন্ডারিং কাজে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বা ব্যক্তির নিকট থেকে কোনো অর্থ গ্রহণ করা হয়নি মর্মে এনজিওসমূহকে ঘোষণা প্রদান করতে হয় বলেও জানিয়েছেন তিনি।

মতিয়া বলেছেন, ‘বাংলাদেশ ব্যাংকের ফাইনান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিট (Financial Intelligence Unit) এর সাথে এনজিও বিষয়ক ব্যুরোর একজন পরিচালক ফোকাল পয়েন্ট হিসেবে নিয়মিত তথ্য-উপাত্ত আদান-প্রদানের মাধ্যমে জঙ্গি অর্থায়ন কার্যক্রম তদারকি করেন। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার কাছে নিবিড় সমন্বয় করে এ বিষয়ে প্রয়োজনীয় নজরদারি নিশ্চিত করা হয়। অনেক সময় সংশ্লিষ্ট দাতা সংস্থার ওয়েবসাইট পরিদর্শন করে দাতা সংস্থা সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়।’

এনজিও বিষয়ক ব্যুরোর কর্মকর্তাগণ এনজিওদের কার্যক্রম নিয়মিত সরেজমিনে পরিদর্শন ও মূল্যায়ন করে থাকেন জানিয়ে মন্ত্রী বলেছেন, ‘পরিদর্শনকালে জঙ্গি অর্থায়ন এবং মানিলন্ডারিং প্রতিরোধে সরকারের সংশ্লিষ্ট সংস্থা বা দপ্তরের এ সংক্রান্ত নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন করা হয়। এ ছাড়া পাহাড়ি অঞ্চলে বিদেশি অনুদানপুষ্ট প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে পার্বত্য আঞ্চলিক পরিষদের মতামত এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অনাপত্তি গ্রহণ করা হয়।’

মতিয়া চৌধুরী জানিয়েছেন, সামগ্রিকভাবে জেলা প্রশাসন এবং পার্বত্য আঞ্চলিক পরিষদের নিবিড় নজরদারির মধ্যে এনজিওগুলো তাদের অনুমোদিত প্রকল্প পার্বত্য অঞ্চলে বাস্তবায়ন করে থাকে।

তিনি বলেছেন, ‘চরাঞ্চলসহ দেশের অনান্যস্থানে প্রকল্প অনুমোদনের পর-পরই স্থানীয় প্রশাসন বিশেষ করে জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত রেখে প্রকল্প কার্যক্রম পরিচালনা করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।

 

 

পূর্ববর্তী নিবন্ধইন্ডিয়ান এয়ারলাইনস উড়োজাহাজের সব ক্রু নারী
পরবর্তী নিবন্ধধানমন্ডিতে চিকিৎসকের বাসায় গৃহকর্মীর রহস্যজনক মৃত্যু