ছাতকে মালটা প্রদর্শনী কৃষকদের মাঝে সার বিতরণ

নুর উদ্দিন ছাতক, সুনামগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

ছাতকে কৃষি বিভাগের উদ্যোগে রাজস্ব বাজেটের আওতায় মালটা প্রদর্শনী স্থাপনে ৪০জন কৃষককে প্রশিক্ষণ ও প্রশিক্ষণ নেয়া কৃষকদের মাঝে সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে আনুষ্ঠানিকভাবে সার বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাছির উল্লাহ খানের সভাপতিত্বে ও উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আব্দুল হামিদের পরিচালনায় অনুষ্ঠিত সার বিতরণী সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম বদরুল হক। এসময় মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, সাংগঠনিক কমান্ডার আলহাজ্ব গোলাম মোস্তফা, উপ-সহকারী আলাউদ্দিন, সাহাব উদ্দিন, আনিছুজ্জামান, শামীমুর চৌধুরী, পদ্ম মোহন সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধছাতকে সড়ক দূর্ঘটনায় ৮জন আহত
পরবর্তী নিবন্ধআঙুলের ছাপ-আইরিশের প্রতিচ্ছবি নিয়েই স্মার্ট কার্ড বিতরণ