চ্যাম্পিয়ন হয়ে ইতিহাসের পাতায় আরামবাগ

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

স্বাধীনতা কাপ ফুটবলের ফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে আরামবাগ। এর মাধ্যমেপ্রথম কোনোট্রফি জয়ের স্বাদ পেল আরামবাগ ক্রীড়া চক্র।

শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নতুন ইতিহাস রচনা করে কোচ মারুফুল হকের শিষ্যরা। স্বাধীনতা কাপের গত আসরের চ্যাম্পিয়নচট্টগ্রাম আবাহনীকে হারিয়ে নতুন ইতিহাস রচনা করেন মতিঝিল এলাকার এদলটি। আরামবাগের ইতিহাস গড়া ম্যাচের নায়ক আরিফ ও রকি।

এদিন ফাইনাল খেলায় ২০মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন ডিফেন্ডার আরিফ। প্রথমার্ধের শেষ মুহূর্তে জুয়েলের বাড়ানো ক্রস থেকে বল পেয়ে নিখুঁত শটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রকি। প্রথমার্ধেপিছিয়ে পড়া চট্টগ্রাম আবাহনী দ্বিতীয়ার্ধেও ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত পরাজয়ে তিলক এঁটেই মাঠ ছাড়তে হয় চট্টগ্রামের দলটিকে।

পূর্ববর্তী নিবন্ধতরুণদের সাইবার নিরাপত্তায় ক্যারিয়ার গড়ার আহ্বান
পরবর্তী নিবন্ধবিএনপি আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ : ফখরুল