চাল চোর সাবধান

চাল চোর সাবধান গরিবের হক মেরে খেওনা। কর্মহীন ক্ষুধ‌ার্ত শ্র‌মি‌কের হক আত্মসাত ক‌রো না। অসহায় শিশু‌দের, গর্ভবতী মা‌য়ে‌দের আর কর্মক্ষম বৃদ্ধ‌দের থে‌কে তা‌দের খাবার কে‌ড়ে নি‌চ্ছো দা‌য়িত্বরত ব্য‌ক্তিরা। আল্লাহকে ভয় করো। কাদের জন্য করছো তুমি চুরি। তুমি কি একবার ভেবে দে‌খো‌ছো। ক‌রোনায় মারা গে‌লে তারা থাক‌বে কি তোমার পা‌শে? তারা যা‌বে কি তোমার কব‌রের কা‌ছে? চাল চোর সাবধান। যখন তুমি মারা যাবে। রোজ হাশরে আল্লাহর কাছে কি জবাব দিবে। কিভা‌বে প‌রি‌শোধ কর‌বে এই ঋণ? কিভা‌বে মোচন কর‌বে এই মহাপাপ? চাল চোর সাবধান। তোমার পাপের বোঝা তো স্বজনরা নেবে না। ‌কেউই থাক‌বেনা পা‌শে। অথচ টাকার পিছনে ছুটছো অ‌বিরত। গরিবের হক নষ্ট করছো সর্বত্র। চাল চোর সাবধান। এখনো সময় আছে ভালো হয়ে যাওয়ার। দেখছো না? আল্লাহর গজব শুরু হয়ে গেছে। কবে যে থামবে। কেউ জানে না। চাল চোর সাবধান। সারা বিশ্বে মৃত্যুর মিছিল লাখ ছা‌ড়ি‌য়ে‌ছে সেই ক‌বে। প্র‌তি‌দিনই এ সংখ্যা বাড়‌ছে। এ তা‌লিকায় যুক্ত হ‌চ্ছে প্র‌তি‌নিয়ত নতুন নতুন নাম। তোমার আমার নাম যে আস‌বেনা তার কি কোন নিশ্চয়তা আ‌ছে? চাল চোর সাবধান। কি জবাব দেবে খোদার কাছে। চাল চোর সাবধান। মরণে কি তোমার ভয় নাই। লেখক সংবাদিক মাসুদ মিয়া masudmiah2010@gmail.com

পূর্ববর্তী নিবন্ধনিউইয়র্কে করোনায় একদিনে পাঁচ বাংলাদেশির মৃত্যু
পরবর্তী নিবন্ধমুকসুদপুরে টিসিবির তেলসহ আটক ২