গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা প্রশ্নে হাইকোর্টের রুল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

সারাদেশের গ্রাম পুলিশকে কেন চতুর্থ শ্রেণির সরকারি কর্মচারীর সমান সুযোগ-সুবিধা দেওয়া হবে না- তা জানতে চেয়ে সংশ্লিষ্টদের প্রতি আজ রুল জারি করেছে হাইকোর্ট।

বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত আনা রিটের প্রাথমিক শুনানির পর আজ এ আদেশ দেয়।

আদালতে গ্রাম পুলিশদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।

ধামরাইয়ের লাল মিয়া ও রাজবাড়ীর উজ্জ্বলসহ কয়েকজন আবেদনকারী হয়ে গ্রাম পুলিশের সুযোগ-সুবিধা বাড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেন।

পূর্ববর্তী নিবন্ধসিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা
পরবর্তী নিবন্ধহলি আর্টিজান মামলার চার্জশিট ডিসেম্বরেই: মনিরুল ইসলাম