হলি আর্টিজান মামলার চার্জশিট ডিসেম্বরেই: মনিরুল ইসলাম

ডিএমপির অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বলেছেন, চলতি ডিসেম্বর মাসেই হলি আর্টিজান মামলার চার্জশিট দেওয়া হবে।

রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের সঙ্গে আলাপকলে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, হলি আর্টিজান মামলার সব গুরুত্বপূর্ণ আসামি ধরা পড়েছেন। এদের মধ্যে কেউ কেউ ইতোমধ্যে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হামলার সঙ্গে জড়িত হাদিসুর রহমান সাগর নামে এক আসামি এখনো পলাতক রয়েছেন।

উল্লেখ্য, গত বছরের ১ জুলাই হলি আর্টিজানে জঙ্গিরা হামলা চালায়। পুলিশ সেখানে প্রতিরোধ করতে গেলে জঙ্গিদের গ্রেনেড হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এছাড়া হলি আর্টিজানে জিম্মি করা দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে জঙ্গিরা।

পূর্ববর্তী নিবন্ধগ্রাম পুলিশের সুযোগ-সুবিধা প্রশ্নে হাইকোর্টের রুল
পরবর্তী নিবন্ধ৪০৫০ কোটি ডলারের মালিক, পকেটে থাকে না ফুটো পয়সা!