সিরিয়ায় ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

পপুলার২৪নিউজ ডেস্ক:

সিরিয়ার রাজধানী দক্ষিণ দামেস্কের আল কিসওয়াহ নামক একটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। এ ঘটনায় হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেনি সিরিয়া।

তবে টাইমস অব ইসরায়েল নামে একটি ইসরায়েলি মিডিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে এ ঘটনায় ১২ জন ইরানি সেনা নিহত হয়েছেন। ইরানের একটি ঘাঁটি তৈরি হচ্ছে সিরিয়ায়, সেখানেই এ হামলা ঘটে।শনিবার রাতে ভূমি থেকে ভূমিতে আঘাত হানতে সক্ষম কয়েকটি ক্ষেপণাস্ত্রের হামলা চালায় ইসরায়েল। তবে ইসরায়েলের দুটি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা হয়েছে। বাকি ক্ষেপণাস্ত্র সামরিক ঘাঁটিতে গিয়ে পড়ে।  হামলায় ওই ঘাঁটিতে ‘বস্তুগত ক্ষতি’ হয়েছে বলা হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করেনি।

সিরিয়ান অবজারভেটরির প্রধান রামি আবদেল রহমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানাননি।

এদিকে ইসরায়েলের দাবি ওই এলাকায় ইরান তাদের সামরিক ঘাঁটি গড়ে তুলছে যা কোনোভাবেই তারা বরদাশত করবে না।

ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলাটিও সেই ইরানি ঘাঁটিতে আঘাত হানে বলে তাদের দাবি।
সূত্র : সিএনএন ও টাইমস অব ইসরায়েল

পূর্ববর্তী নিবন্ধচিটাগংকে ১০ উইকেটের লজ্জা দিল সিলেট 
পরবর্তী নিবন্ধগ্রাম পুলিশের সুযোগ-সুবিধা প্রশ্নে হাইকোর্টের রুল