গুয়ামে কিছু ঘটলে উত্তর কোরিয়াকে বড় বিপদে পড়তে হবে: ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:
গুয়ামে কিছু ঘটলে উত্তর কোরিয়াকে ‘বড়, বড় বিপদে’ পড়তে হবে বলে হুঁশিয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের বেডমিনস্টারে নিজের গলফ রিসোর্টে আজ শনিবার এই কড়া হুঁশিয়ারি দেন ট্রাম্প।

প্রশান্ত মহাসাগরে যুক্তরাষ্ট্রের ভূখণ্ড গুয়ামে ক্ষেপণাস্ত্র হামলার হুমকি দিয়েছে উত্তর কোরিয়া। এতে দুই দেশের বৈরী সম্পর্কে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরস্পরকে তারা পাল্টাপাল্টি হুমকি দিচ্ছে।

যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন ওই ভূখণ্ডের মানুষ অনেক নিরাপদেই থাকবে—জনগণকে এমন প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। সেখানকার জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘খুবই নিরাপদে থাকবে, আমাকে বিশ্বাস করুন।’

ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার ওপর যতটা জোরালো সম্ভব নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র।

ইতিমধ্যে ‘খুব বিপজ্জনক’ এই পরিস্থিতি নিয়ে গত শুক্রবার চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প। এ বিষয়ে একটি শান্তিপূর্ণ প্রস্তাবের ওপর জোর দিয়েছেন চীনের প্রেসিডেন্ট। চীনা গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।

সি চিন পিং বলেন, উত্তেজনা বাড়ানোর মতো ও কাজ থেকে সংযত থাকার চর্চা চালিয়ে যেতে হবে। কোরীয় উপদ্বীপে পারমাণবিক অস্ত্র নিরস্ত্রীকরণে চীন ও যুক্তরাষ্ট্র দুজনের স্বার্থ জড়িত বলেও যোগ করেন তিনি

নির্বাচিত হওয়ার পর থেকে উত্তর কোরীয় নেতা কিম জং-উনের বিরুদ্ধে লড়াইয়ে বেইজিংকে শামিল করার চেষ্টা চালিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘উত্তর কোরিয়া যদি মূর্খের মতো কাজ করে, তাহলে আমরাও প্রস্তুত। সামরিক বাহিনী কামান ও গোলাবারুদ নিয়ে প্রস্তুত। আশা করছি, কিম জং-উন ভিন্ন পথ খুঁজে নেবেন।’

পূর্ববর্তী নিবন্ধমুক্তামনির অস্ত্রোপচার সম্পন্ন
পরবর্তী নিবন্ধশ্রীমঙ্গলে মাটির দেয়াল ধসে এক শিশুর মৃত্যু এক জন আহত