গাইবান্ধা-১ আসনে ভোটগ্রহণ ২২ মার্চ

নিহত সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের গাইবান্ধা-১ আসনের ভোটগ্রহণ ২২ মার্চ।
বিদায়ের তিন দিন আগে এই উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে কাজী রকিব কমিশনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেয়ার শেষ সময় ১৯ ফেব্রুয়ারি। দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যহারের শেষ দিন ১ মার্চ।
আজ বিকেলে ইসি সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ স্বাক্ষতির এক চিঠিতে এ তফসিল ঘোষণা করা হয়। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর ভোটগ্রহণ করবে।
রংপুর বিভাগীয় নির্বাচন কর্মকর্তা এই নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন বলে ইসি কর্মকর্তারা জানান। এই আসনে ভোটার রয়েছে ৩ লাখ ২হাজার ৮৫৩ জন।
গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ এলাকায় নিজ বাড়িতে দৃর্বৃত্তদের গুলিতে নিহত হন এমপি মনজুরুল ইসলাম লিটন।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিক শিমুল হত্যায় মীরুর পাসপোর্ট জব্দ
পরবর্তী নিবন্ধসাংবাদিক হত‌্যামামলায় পৌর মেয়র মিরু ঢাকায় গ্রেপ্তার