কলকাতা-মুম্বাইয়ের ফাইনাল ভাগ্য নির্ধারণ আজ

পপুলা২৪নিউজ ডেস্ক :
ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) দুই হেভিওয়েট দল কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের ফাইনাল ভাগ্য নির্ধারণ হবে শুক্রবার।

এই দু’দলের যেই জিতবে সেই ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করবে।

শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে গড়াবে কলকাতা-মুম্বাইয়ের মধ্যকার দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি।

বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে। সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন, সনি সিক্স ও সনি ইএসপিএন।

এ দু’দলের অতীত পরিসংখ্যান অবশ্য বলছে, লড়াইয়ে এগিয়ে রয়েছে মুম্বাই। সব মিলিয়ে আইপিএলে দু’দল মুখোমুখি হয়েছে ২০ বার।

এর মধ্যে মুম্বাই জিতেছে ১৫ বার। আর চলতি আইপিএলে দু’বারের সাক্ষাতেই হেরেছে কেকেআর।

প্রথম কোয়ালিফায়ারে রাইজিং পুনে সুপারজায়ান্টের মুখোমুখি হয়েছিল মুম্বাই। ম্যাচটিতে ২০ রানে হেরে যায় রোহিত শর্মার দল।

পুনের ছুড়ে দেয়া ১৬৩ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে মুম্বাইয়ের ইনিংস থেমেছে ১৪২ রানে।

অন্যদিকে এলিমিনেটর ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয় পায় কেকেআর। গৌতম গম্ভীরের ঝটিকা ঝড়ে চ্যাম্পিয়নরা ছিটকে গেছে টুর্নামেন্ট থেকেই।

২০ ওভারে ৭ উইকেটে ১২৮ রান তোলে হায়দরাবাদ। এরপর শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত কেকেআরের টার্গেট দাঁড়ায় ৬ ওভারে ৪৮ রান। চার বল বাকি থাকতেই জয় পায় গম্ভীর বাহিনী।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকের সঙ্গে পরিকল্পনা করে স্বামীকে খুন
পরবর্তী নিবন্ধঅগ্রণী ব্যাংকের বিকালের নিয়োগ পরীক্ষা বাতিল