করোনা যুদ্ধের চার পেশাজীবীর আত্মদান

 

মানুষ মানুষের জন্য’- নিজের জীবন দিয়ে প্রমাণ করে গেছেন ডা: মঈন উদ্দিন, জসিম উদ্দিন এবং হুমায়ুন কবির খোকন আর মুজতবা শাহ‌রিয়ার। ‘চিকিৎসক, পুলিশ, সাংবাদিক ও ব্যাংকার’- এই চার পেশার প্রথম চারজন শহীদকে ভুলে যাওয়া অসম্ভব। ডা: মঈন উদ্দিন।। করোনায় মারা যাওয়া বাংলাদেশের প্রথম চিকিৎসক ডা: মঈন উদ্দিন। সিলেটের এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক । এয়ার অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় গিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার প্রবল আকুতি ছিল তাঁর। কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স দূরে থাক, একটি ‘আইসিইউ অ্যাম্বুলেন্সও’ কপালে জোটেনি মঈনের! শেষ পর্যন্ত রূঢ় বাস্তবতায় আফসোসকে সঙ্গী করে নিজে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় আসেন। ১৫ এপ্রিল (বুধবার) ভোর সাড়ে ৪টায় তিনি ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। জসিম উদ্দিন।। করোনায় মারা যাওয়া বাংলাদেশের প্রথম পুলিশ জসিম উদ্দিন । বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। তিনি দুই মেয়ে এক ছেলের বাবা। জসিম উদ্দিন ওয়ারী পুলিশ বিভাগে কর্মরত ছিলেন। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন। ২৮ এপ্রিল (মঙ্গলবার) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। হুমায়ুন কবির খোকন।। করোনায় মারা যাওয়া বাংলাদেশের প্রথম সাংবাদিক হুমায়ুন কবির খোকন। দৈনিক আজকের কাগজ, দৈনিক মাতৃভূমি, আমাদের সময়, আমাদের অর্থনীতিসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন। সবশেষ দৈনিক সময়ের আলোতে কাজ করেন প্রধান প্রতিবেদক ও নগর সম্পাদক হিসেবে। সদা হাস্যোজ্জল ও বিনয়ী হিসেবে সুপরিচিত ছিলেন তিনি। তীব্র শ্বাসকষ্ট নিয়ে (২৮ এপ্রিল)মঙ্গলবার রাত ৯টার দিকে উত্তরার রিজেন্ট হাসপাতালে ভর্তি হন এই সাংবাদিক। ঘণ্টাখানেক পরই তাঁর মৃত্যু হয়। মুজতবা শাহরিয়ার।। সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন মুজতবা শাহ‌রিয়ার। গত সপ্তাহে তিনি জ্বরে আক্রান্ত হন। কিন্তু সাধারণ জ্বর ভেবে ওই অবস্থার ভেতর দিয়ে তিনি অফিসের কাজ বাসায় থেকে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু জ্বর কমছিল না। করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করালেন এক‌টি হাসপাতালে। কিন্তু ফলাফল আসল ‘করোনা নেগেটিভ’। এই যখন অবস্থা তখনো মুজতবা শাহরিয়ার বাসায় থেকে অফিসের কাজ চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু জ্বর আর কমছিল না। শরীরের অবস্থা যখন আরো খারাপ হতে থাকে তখন তিনি আবারও এক‌টি হাসপাতাল থেকে করোনার পরীক্ষা করান। কিন্তু পরীক্ষার ফলাফল আগের মতোই, ‘করোনা নে‌গে‌টিভ‘। ২৫ এপ্রিল তিনি রাজধানীর মুগদা মেডিকেল কলেজ ও হাসপাতালে যান। হাসপাতালে যাওয়ার পর উপসর্গ দেখে পুনরায় তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। অবশেষে তৃতীয়বার তাঁর নমুনা পরীক্ষার ফলাফল আসে ‘করোনা পজেটিভ’। সে সময় তাঁকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি নিয়ে আইসিইউতে রাখা হয়। সেখানেই ২৬ এপ্রিল সকাল ৮টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। য‌দিও এদের দুজনই মারা গে‌ছেন আমা‌দের সীমাবদ্ধতার জন্য। ডাঃ মঈন‌কে আমরা প্র‌য়োজনীয় চি‌কিৎসা সেবা দি‌তে ব্যর্থ হ‌য়ে‌ছি। অন্য‌দি‌কে ব্যাংকার মুজতবা শাহ‌রিয়া‌রের প্রথম দু‌টি COVID টেস্টের রেজাল্টই নে‌গে‌টিভ এ‌সে‌ছিল। প‌রি‌শে‌ষে, এই চারজ‌নের প্র‌তিই রই‌লো অকৃ‌ত্রিম শ্রদ্ধা। পরপা‌রে তারা শহী‌দের মর্যাদা লাভ করুন।লেখকঃ গণমাধ্যমকর্মী ও ব্যাংকার,আতিকুর রহমান ই‌মেইল: atikmcj@gmail.com

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীকে ফোন,পোশাক খাতের অর্ডার বাতিল করবে না সুইডেন
পরবর্তী নিবন্ধঈদের আগে শ্রমিক ছাঁটাই ও কারখানা বন্ধ করা যাবে না