কম্পিউটারে নয়, গোপন বার্তা হাতে হাতে দিন: ট্রাম্প

পপুলার২৪নিউজ ডেস্ক:

U.S. President-elect Donald Trump talks to reporters as he and his wife Melania Trump arrive for a New Year's Eve celebration with members and guests at the Mar-a-lago Club in Palm Beach, Florida, U.S. December 31, 2016. REUTERS/Jonathan Ernst

কম্পিউটার ও ই-মেইল হ্যাক নিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্ক এখন তলানিতে। রীতিমতো ঠাণ্ডাযুদ্ধের নতুন উত্তাপ। হ্যাকিংকাণ্ডের জের ধরে ৩৫ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র।

তবে প্রার্থিতা আর নির্বাচনী প্রচারণা থেকেই আলাদা নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোপনীয় ও গুরুত্বপূর্ণ তথ্য আদান-প্রদানের ক্ষেত্রেও তিনি ব্যতিক্রম।

ট্রাম্প বলেন, কোনো কম্পিউটারই নিরাপদ নয়। গোপন তথ্য আদান-প্রদানের দরকার হলে তিনি কিছুতেই কম্পিউটার ব্যবহার করবেন না।

বর্ষশেষের রাতে প্রতি বছরই সাংবাদিকদের মুখোমুখি হন ডোনাল্ড ট্রাম্প। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এসময় তিনি বলেন, ‘যদি সত্যিই খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়, তা হলে লিখে ফেলুন এবং কোনো পত্রবাহককে দিয়ে সেটা পাঠিয়ে দিন, আগেকার দিনে যেভাবে হতো।’

ইন্টারনেট ব্যবহার করে গোপন তথ্য আদান-প্রদান মোটেই নিরাপদ নয় জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি বলছি- কোনো কম্পিউটার নিরাপদ নয়। … অন্যরা কী বলছে, আমার তাতে কিছু যায়-আসে না।’

রুশ হ্যাকাররা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং গোপন নথি হ্যাক করে ট্রাম্পকে জিততে সাহায্য করেছে বলে অভিযোগ করে আসছে মার্কিন গোয়েন্দা সংস্থা-সিআইএ।

তবে এমন অভিযোগ অস্বীকার করে আসছেন ট্রাম্প। হ্যাকিংয়ের সত্যতা অস্বীকার করলে কম্পিউটারে তথ্য আদান-প্রদানে হবু মার্কিন প্রেসিডেন্টের এতো ভয় কিসের সেটাই এখন প্রশ্ন।

পূর্ববর্তী নিবন্ধদাউদকান্দিতে বই উৎসব
পরবর্তী নিবন্ধমাদক বিরোধী মিছিলে মাদক ব্যবসায়ীদের সশস্ত্র হামলা