ঋণের বোঝা সইতে না পেরে কৃষকের আত্মহত্যা

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
আখাউড়ায় ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে এক  কৃষক আত্মহত্যা করেছেন।

শুক্রবার বিকালে নিজ ঘরের আঁড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সাজু মোল্লা (৪৮) নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সাজু উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী আব্দুল্লাহপুর (ভুনবন) গ্রামের মৃত গুনো মোল্লার ছেলে।

স্থানীয় গ্রামবাসীরা জানান, একটি এনজিও থেকে নেয়া ঋণের কিস্তি পরিশোধের দুশ্চিন্তার কারণে ওই ব্যক্তি আত্মহত্যা করতে পারেন।

সম্প্রতি তিনি ঋণের চাপে হতাশাগ্রস্ত ছিলেন বলে জানান এলাকাবাসী।

এ ব্যাপারে আখাউড়া দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান জালাল উদ্দিন বলেন, ওই ব্যক্তির কিডনিসহ বুকের ব্যাথা ও সংসারের নানা দুশ্চিন্তা ছিল। সে কারণেই তিনি আত্মহত্যা করেছেন বলে শুনেছি।

আখাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান জানান, ফাঁসে ঝুলানো অবস্থায় ওই ব্যক্তির লাশ উদ্ধার করে ঘটনাস্থল থেকে থানায় নিয়ে আসা হয়েছে।

তবে, কী কারণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনো পরিষ্কার নয় বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধবরযাত্রী পালাল, খাবার গেল এতিমখানায়
পরবর্তী নিবন্ধনাটোরে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৭