ইভিএমে আপত্তি সিইসিকে জানাল বিএনপি

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার চায় না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি দিয়েছে বিএনপি।

সোমবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে নির্বাচন কমিশনে সিইসি কে এম নূরুল হুদার হাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই চিঠি তুলে দেয় দলটির তিন সদস্যের এক প্রতিনিধিদল।

এ সময় বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সিইসির ঘণ্টাব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

প্রতিনিধি দলের সদস্যরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও কেন্দ্রীয় নেতা সুজা উদ্দিন।

সিইসির সঙ্গে বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘সিইসিকে বলেছি ইভিএম আমরা চাই না, আগামী সংসদ নির্বাচনে এর ব্যবহার যেন না হয়।’

এ সময় সিইসি কারও আপত্তির মুখে ইভিএম ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দাবি করেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, কমিশন বলছে- কেউ আপত্তি করলে ইভিএম তারা ব্যবহার করবে না। এখন পর্যন্ত যা বুঝলাম তাতে আগামী নির্বাচনে ইভিএম ব্যবহারের সম্ভাবনা নেই।

পূর্ববর্তী নিবন্ধমহানবী (স.) এর রওজা মুবারক জিয়ারত প্রধানমন্ত্রীর
পরবর্তী নিবন্ধজাগ্রত জনতার সামনে কেউ দাঁড়াতে পারবে না : ড. কামাল