ইইউতে বাংলাদেশের রাজনীতি নিয়ে আলোচনা

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে অনুষ্ঠিত যৌথ কূটনৈতিক সংলাপে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।

বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর ব্রাসেলসে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ও ইইউ এক যৌথ বিবৃতিতে একথা জানিয়েছে। তবে কী কী বিষয়ে আলোচনা হয়েছে তা বিস্তারিত কিছু উল্লেখ করা হয়নি।

বিবৃতিতে বলা হয়, ইইউ ও বাংলাদেশের মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি ব্রাসেলসে দ্বিতীয় কূটনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়।

ইইউ ডেলিগেশনের নেতৃত্ব দেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক গানার ওয়েগ্যান্ড এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক।

সংলাপে বাংলাদেশ ও ইইউ উভয় দিকের রাজনৈতিক পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল। এছাড়াও ইইউ’র বৈশ্বিক কৌশল, বাণিজ্য ও বিনিয়োগ, এভরিথিং বাট আর্মস এবং অপরাপর গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় ইস্যু নিয়ে আলোচনা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, আঞ্চলিক ও বৈশ্বিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি যেখানে ইইউ ও বাংলাদেশ সহযোগিতা করতে পারে তা নিয়েও আলোচনা হয়।

এসব ইস্যুর মধ্যে আছে কানেকটিভিটি, অভিবাসন, শান্তি ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ এবং এজেন্ডা ২০৩০।

এতে উল্লেখ করা হয় যে, ইইউ এবং বাংলাদেশ আগামী ২৮ ফেব্রুয়ারি অনিয়মিত অভিবাসন সংক্রান্ত তথ্য ও সচেতনতা বৃদ্ধির একটি কর্মশালা ঢাকায় অনুষ্ঠানের বিষয়ে একমত হয়।

এক্ষেত্রে, ইইউ ও বাংলাদেশের মধ্যে যত তাড়াতাড়ি সম্ভব অনিয়মিত অভিবাসীদের ইউরোপে থাকার অধিকার নেই সংক্রান্ত একটি ‘স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস (এসওপি)’ সই করার বিষয়ে উভয়পক্ষ একমত হয়।

ইইউ ও বাংলাদেশ ‘হরাইজান ২০২০’ সংক্রান্ত বিষয়ে সহযোগিতার বিষয়েও একমত হয়।

এছাড়াও, নতুন নতুন ক্ষেত্রে যৌথভাবে কাজ করার বিষয়ে একমত হয়। এসব ক্ষেত্র হল বিজ্ঞান, প্রযুক্তি, উদ্বাবনী খাত ও মহাকাশ খাত।

বিবৃতিতে বলা হয়, উভয়পক্ষ জনগণের পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির বিষয়ে একমত পোষণ করে। আগামী বছর ঢাকায় পুনরায় এই সংলাপ অনুষ্ঠিত হবে। তখন এসব ক্ষেত্রে আবারো অগ্রগতি পর্যালোচনা করা হবে।

পূর্ববর্তী নিবন্ধঅরক্ষিত টাঙ্গুয়ার হাওর : মাছ লোটপাট ও পাখি শিকার অব্যহত
পরবর্তী নিবন্ধমালবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ