আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড -এ আন্তর্জাতিক বাণিজ্য বিষয়ক প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

পপুলার২৪নিউজ ডেস্ক্:

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেড ট্রেইনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের উদ্যোগে ‘ফরেন এক্সচেঞ্জ অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড’ শীর্ষক ৪ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স ২০ মার্চ, ২০১৭ তারিখে উদ্বোধন করা হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান প্রধান অতিথি হিসেবে কোর্সের উদ্বোধন করেন। এ সময় ইনস্টিটিউটের প্রিন্সিপাল নুরুল ইসলাম খলিফা এবং ফ্যাকাল্টি মেম্বার ও ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী উপস্থিত ছিলেন। কোর্সে ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাবিবুর রহমান বলেন দেশের অর্থনীতির একটি বৃহৎ অংশ বৈদেশিক বাণিজ্যের উপর নির্ভরশীল। মূলত বৈদেশিক বাণিজ্যের মাধ্যমেই বাংলাদেশ ক্রমেই একটি শক্তিশালী অর্থনীতির দেশে পরিণত হচ্ছে। একটি সেবাধর্মী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে বৈদেশিক বাণিজ্যে ব্যাংক আরও উন্নততর সেবা প্রদানে অঙ্গীকারাবদ্ধ। দেশের উন্নয়নের লক্ষ্যে তিনি সকলকে বৈদেশিক বাণিজ্যে অধিক গুরুত্ব আরোপের নির্দেশ দেন। তিনি বলেন, আমদানী-রপ্তানীর ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের নির্দেশনা সমূহ যথাযথ পরিপালন করে গ্রাহককে সর্বোচ্চ মানের সেবা দেয়াই ব্যাংকের মূল দায়িত্ব। এ খাতে কারোই অবহেলা করার সুযোগ নেই। তিনি কোর্সে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষলব্ধ জ্ঞান সঠিকভাবে কর্মক্ষেত্রে প্রয়োগের উপদেশ প্রদান করেন।

পূর্ববর্তী নিবন্ধভোলায় টানা বৃষ্টিতে পচে গেছে আলু
পরবর্তী নিবন্ধসম্পদের তথ্য গোপনের মামলায় জামিন পেলেন সাংসদ বদি