আখেরি মোনাজাত সকাল ১১টায়

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
1বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল ১১টার দিকে অনুষ্ঠিত হবে। এর মধ্য দিয়ে শেষ হবে তাবলিগ জামায়াতের এবারের আয়োজন।

ভারতের মাওলানা মোহাম্মদ সা’দ কান্ধলভী আখেরি মোনাজাত পরিচালনা করবেন বলে ইজতেমা কর্তৃপক্ষ জানিয়েছে।

বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির মুরুব্বী প্রকৌশলী মো. গিয়াস উদ্দিন জানান, মোনাজাতের আগে ভারতের মাওলানা সা’দ সকাল সাড়ে ৮টা থেকে উর্দুতে হেদায়াতি বয়ান দিচ্ছেন। তার এই বয়ান অনুবাদ করে শোনাচ্ছেন বাংলাদেশের মাওলানা ওমর ফারুক।

এর আগে সাড়ে ৭টা থেকে মুসল্লিদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বয়ান দেন বাংলাদেশের মাওলানা ওয়াসিফুল ইসলাম।

ইজতেমা ময়দানের নিজ নিজ খিত্তায় বসে হেদায়েতি বয়ানে মগ্ন রয়েছেন মুসল্লিরা।

টঙ্গীর তুরাগ নদীর তীরে গত ১৩ জানুয়ারি থেকে ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। ১৫ জানুয়ারি হয় ওই পর্বের আখেরি মোনাজাত।

পূর্ববর্তী নিবন্ধঅন্ধ্র প্রদেশে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহতের সংখ্যা বেড়ে ৩২
পরবর্তী নিবন্ধমোনাজাতে অংশ নিতে তুরাগ পানে মুসল্লিদের ঢল