অস্ট্রেলিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৫

পপুলার২৪নিউজ ডেস্ক :

অস্ট্রেলিয়ার মেলবোর্নের একটি শপিং সেন্টারের ওপর একটি চার্টার বিমান বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছে। নিহত পাঁচজনই ওই বিচক্রাফট বি২০০ কিং এয়ার উড়োজাহাজে ছিলেন, তারা সবাই তাসমানিয়ার কিং আইল্যান্ডের বাসিন্দা ছিলেন।

ভিক্টোরিয়া পুলিশ অ্যাসিসটেন্ট কমিশনার স্টিফেন লিন জানিয়েছেন, বিমানটি উড়ার কিছুক্ষণ পরেই হঠাৎ ইঞ্জিন বিকল হয়ে যায় এবং তা ওই শপিং সেন্টারের উপর আছড়ে পড়ে। বিমানটিতে থাকা সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

বিবিসির খবরে বলা হয়, সেন্ট্রাল মেলবোর্নের ১৩ কিলোমিটার উত্তর পশ্চিমে এসেনডেন বিমানবন্দর সাধারণত হালকা যাত্রীবাহী উড়োজাহাজ ওঠানামার জন‌্য ব্যবহৃত হয়।

কমিশনার স্টিফেন লিন জানান, বিমান দুর্ঘটনার সময় ওই শপিং সেন্টারটি বন্ধ ছিল। ফলে হতাহতের সংখ্যা বাড়েনি।

বিমানটি আছড়ে পড়ে স্পটলাইট নামের একটি দোকানের ওয়‌্যারহাউজের ‍উপর। স্পটলাইটের একজন মুখপাত্র জানিয়েছেন, তাদের সব কর্মীই নিরাপদে আছেন।

পূর্ববর্তী নিবন্ধভাষা শহীদদের প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা
পরবর্তী নিবন্ধরাজধানীতে সাংবাদিক মাসুদ মিয়ার ওপর সন্ত্রাসীদের হামলা