সাংবাদিক হায়দার হোসনের জন্মদিন আজ

পপুলার২৪নিউজ, জেলা প্রতিনিধি:
বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, পাক্ষিক মুকসুদপুর সংবাদ এর সম্পাদক সাংবাদিক হায়দার হোসেনের জন্মদিন আজ। সাংবাদিক হায়দার হোসেন ১৯৭০ সালের আজকের এই দিনে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কমলাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মরহুম আবদুর রাজ্জাক মিয়া ও মা নুরুন নাহার বেগমের সন্তান হায়দার হোসেন ৯ ভাই-বোনের মধ্যে দ্বিতীয়। তিনি ১৯৮৬ সালে গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার সাবের মিয়া জসিমউদ্দীন উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখা থেকে এসএসসি, ১৯৮৮ সালে মুকসুদপুর কলেজ থেকে এইচএসসি এবং ১৯৯০ সালে ¯œাতক বিএ পাস করেন। ১৯৮৬ সালে ফরিদপুর থেকে প্রকাশিত পাক্ষিক ‘গণমন’ পত্রিকায় দিয়ে তার সাংবাদিকতা শুরু। এরপর গোপালগঞ্জ থেকে প্রকাশিত সাপ্তাহিক যুগকথা, তারপর ১৯৯০ সালে নতুন ধারার দৈনিক “আজকের কাগজ “ পত্রিকার মুকসুদপুর প্রতিনিধি, ২০০৯ সালে বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর গোপালগঞ্জ সংবাদদাতা, এর পাশাপাশি নাইমুল ইসলাম খানের আমাদের অর্থনীতি পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, ২০১৪ সালে দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকা ও পপুলার২৪নিউজ ডট কমের গোপালগঞ্জ সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালন করছেন সাংবাদিক হায়দার হোসেন। এছাড়া ১৯৯৯ সালের নভেম্বর মাস থেকে নিজ সম্পাদনায় পাক্ষিক “মুকসুদপুর সংবাদ” প্রকাশিত হয়ে আসছে। বর্তমানে এ পত্রিকাটির প্রচার সংখ্যা ২ থেকে আড়াই হাজার। মুকসুদপুর প্রেসক্লাবে টানা ৩ বছর যুগ্ম সম্পাদক, এবং ১৪ বছর সাধারন সম্পাদক এর দায়িত্ব পালন করেন। বর্তমানে গোপালগঞ্জ রির্পোটার্স ফোরাম এর সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৯০ সালের ১৯ নভেম্বর তারিখে তিনি নাইমা আক্তারকে বিয়ে করেন। তাদের দু সন্তান তাজউদ্দীন হোসেন সেতু ও মেয়ে মেহববুবা হোসেন অন্তু।
হায়দার হোসেনকে জন্মদিনের শুভেচ্ছা।

পূর্ববর্তী নিবন্ধহাসপাতালে তারিক আনাম
পরবর্তী নিবন্ধ৯ বছরের মেয়ের এক প্রশ্নে বদলে গেল মোড়ক