শিক্ষকের কিল-ঘুষিতে ছাত্র হাসপাতালে

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ :
চাঁদপুরের হাজীগঞ্জে এক শিক্ষকের কিলঘুষিতে আহত রায়হান আহম্মেদ তানভীর নামের ৭ম শ্রেণির এক ছাত্রকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার সকালে হাজীগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ওই বিদ্যালয়ের গনিত শিক্ষক বলাই চাঁদ দে তানভীরকে পিটিয়ে আহত করেন।

আহত তানভীর টোরাগড় গ্রামের এস এ রহিমের ছেলে।

তানভীরের বাবা জানান, সকালে তার ছেলে প্রাইভেট পড়তে বিদ্যালয়ে যায়। শিক্ষক বলাই চাঁদ দে’র ছেলে অর্নব তানভীরের সহপাঠী। খেলার ছলে অর্নব তানভীরের গালে চড় দিয়ে পালানোর চেষ্টা করে। এ সময় সে বিদ্যালয়ের লোহার গেটের সঙ্গে ধাক্কা খেয়ে মাথায় ব্যথা পায়।

এ খবর শুনে ওই শিক্ষক ছুটে এসে তারভীরকে কিল-ঘুষি ও গলা চেপে ধরেন। এ সময় তানভীর গুরুতর আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে চিকিৎসাধীন তানভীর জানায়, অর্নবের সঙ্গে আমার মৃদু ঝগড়া হয়। এর সূত্র ধরে অর্নবের বাবা আমাকে কিল-ঘুষি দেন।

এ ব্যাপারে মুঠোফোনে শিক্ষক বলাই চাঁদ দের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তানভীরকে মারার কোনো প্রশ্নই আসে না। বরং সে-ই আমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে।

এ বিষয়ে হাজীগঞ্জ পাইলট হাই স্কুল ও কলেজের অধ্যক্ষ আবু ছাইদের যোগাযোগ করা হলে তিনি পরীক্ষার কথা বলে বিষযটি এড়িয়ে যান।

পূর্ববর্তী নিবন্ধরুদ্ধশ্বাস ম্যাচে নিউজিল্যান্ডকে হারাল দক্ষিণ আফ্রিকা
পরবর্তী নিবন্ধনির্বাচন বন্ধ করার ক্ষমতা বিএনপির নেই: বাণিজ্যমন্ত্রী