সরিয়ে ফেলা হয়েছে নামফলক, অপেক্ষা নতুন কমিশনের

নিজস্ব প্রতিবেদক:

কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন কমিশন সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিদায় নেওয়ার পরদিনই মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সিইসিসহ সব কমিশনার কার্যালয়ের সামনে স্থাপিত নামফলক থেকে তাদের নাম সরিয়ে ফেলা হয়েছে। নতুন কমিশনের অপেক্ষায় রয়েছে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন। সিইসিসহ অন্য কমিশনারদের নির্ধারিত কক্ষগুলো রঙ করা ছাড়াও ফার্নিচার ঘষামাজা করে নতুন কমিশনকে বরণে প্রস্তুতি চলছে। মঙ্গলবার সরেজমিন আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গিয়ে এ চিত্র দেখা গেছে।

এদিকে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) শূন্য হওয়া নির্বাচন কমিশন গঠনে কাজ করছে রাষ্ট্রপতির নিয়োগ দেওয়া সার্চ কমিটি। গত কয়েক দিন তারা বিভিন্ন পেশাজীবীর সঙ্গে বৈঠক করে মতামত নিয়েছেন। মঙ্গলবার তারা বৈঠক করেছেন কয়েকজন সিনিয়র সাংবাদিকের সঙ্গে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) মেয়াদের পাঁচ বছর পূর্ণ করে বিদায় নেয় কেএম নূরুল হুদা কমিশন। আজ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশন (ইসি) শূন্য রয়েছে ভবনটি।

মঙ্গলবার সরেজমিন আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে দেখা গেছে, সিইসির কক্ষের দরজার সামনে ‘কে এম নূরুল হুদা, প্রধান নির্বাচন কমিশনার’ লেখা ফলক থেকে তার নাম সরিয়ে ফেলা হয়েছে। অন্য কমিশনারদের নামফলকও সরিয়ে ফেলা হয়। ইসির ওয়েবসাইট থেকেও সিইসিসহ অন্য কমিশনারদের নাম মুছে ফেলা হয়েছে।

জানা গেছে, সোমবার ইসি সচিবালয় থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে রাতে সরকারি গাড়িতে করে বাসায় ফেরেন সিইসিসহ অন্য কমিশনাররা। তাদের নিজ নিজ বাসায় পৌঁছে দিয়ে গাড়িগুলো ইসি সচিবালয়ে ফিরে আসে। অন্য সময় রাতে গাড়িগুলো ইসি সচিবালয়ে থাকলেও চাবি থাকতো প্রত্যেক চালকের কাছে। কিন্তু সোমবার রাতে গাড়ির চাবি ইসির পরিবহন পুলে জমা দেওয়া হয়েছে। এছাড়া সিইসিসহ কমিশনাররা এখতিয়ারভুক্তভাবে পরিবারের ব্যবহারের জন্য যে প্রাইভেটকার পেতেন, সেগুলোও মঙ্গলবার ইসি সচিবালয়ে ফেরত আনা হয়েছে। এসব গাড়ি বর্তমানে পরিবহন পুলের নিয়ন্ত্রণে আছে।

অবশ্য কোনও নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হওয়ার পর নতুন নির্বাচন কমিশন আসতে সময় লাগলেও আইনের ব্যত্যয় হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক।

সাবেক সিইসির একান্ত সচিব একেএম মাজহারুল ইসলাম বলেন, ‘নতুন কমিশনারদের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এজন্য রুমগুলো নতুন করে রঙ করা হচ্ছে। ঘষামাজা করা হচ্ছে।’

অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, ‘নির্বাচন সংক্রান্ত কাজের সিদ্ধান্ত কমিশন থেকে হয়ে থাকে। আমাদের দাফতরিক দায়িত্ব পালনে কোনও সমস্যা নেই। তবে যেসব সিদ্ধান্ত পেন্ডিং ছিল, তা সোমবার গভীর রাত পর্যন্ত শেষ করা হয়েছে। আজ সেই অর্থে কোনও কাজ আমাদের ছিল না।’

এক প্রশ্নের জবাবে তিনি জানান, তারা মেয়াদ শেষ করার পর সরকারি সুযোগ-সুবিধা পাবেন না এটাই স্বাভাবিক। এজন্য তাদের গাড়ি সচিবালয়ের নিয়ন্ত্রণে চলে এসেছে।

নতুন কমিশন বরণে সবাই উদগ্রীব কিনা, এমন প্রশ্নের জবাবে ‘এটাই স্বাভাবিক’ উল্লেখ করে তিনি বলেন, ‘রুমগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজ চলছে। পূর্বের নামফলক থেকে আগের সিইসি ও ইসিদের নাম সরিয়ে ফেলা হয়েছে। নতুন যারা আসবেন, তাদের যেকোনও সময়ে বরণ করে নিতে ইসি সচিবালয় প্রস্তুত রয়েছে।’

পূর্ববর্তী নিবন্ধবিএনপি নাম না দিলেও শক্তিশালী কমিশন হবে: কৃষিমন্ত্রী
পরবর্তী নিবন্ধপেনাল্টি মিসের রেকর্ড মেসির