পেনাল্টি মিসের রেকর্ড মেসির

স্পোর্টস ডেস্ক:

ভুলে যাওয়ার মতো একটি রাত কাটালেন লিওনেল মেসি। শেষ মুহূর্তে কিলিয়ান এমবাপে গোল করে দলকে না জেতালে পুরো দোষটা পড়তো আর্জেন্টাইন খুদেরাজের কাঁধেই।

সেই হতাশায় ডুবতে হয়নি তাকে। তবে অস্বস্তির রাতে অস্বস্তিকর এক রেকর্ডে নাম ঠিকই লিখিয়ে ফেলেছেন সাতবারের ব্যালন ডি’অরজয়ী তারকা।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পেনাল্টি মিস করেন মেসি। যাতে করে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে সবচেয়ে বেশি পেনাল্টি মিস করার রেকর্ডে যৌথভাবে তিনি বসেছেন আর্সেনালের সাবেক তারকা থিয়েরি ওঁরির সঙ্গে।

মঙ্গলবারেরটিসহ মেসি এই প্রতিযোগিতায় ২৩টি পেনাল্টির মধ্যে ৫টি মিস করেছেন। হেনরিও তার সমান পেনাল্টি মিস করে এতদিন ছিলেন এককভাবে শীর্ষে। অন্যদিকে ২৩টি পেনাল্টি শট নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেছেন মেসি।

পিএসজির শেষ মুহূর্তে জয় পাওয়া ম্যাচের ৬০ মিনিটে কার্ভাহাল এমবাপেকে ডি-বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাঁজান রেফারি। কিন্তু অপ্রত্যাশিতভাবে মেসি সেই পেনাল্টি মিস করে বসেন। আর্জেন্টাইন খুদেরাজের গতিময় স্পট কিক ডানদিকে ঝাঁপিয়ে পড়ে আটকে দেন কর্তোয়া।

পূর্ববর্তী নিবন্ধসরিয়ে ফেলা হয়েছে নামফলক, অপেক্ষা নতুন কমিশনের
পরবর্তী নিবন্ধমাদক পাচারের অভিযোগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট গ্রেফতার