বাংলাদেশ সরকার, অর্থ মন্ত্রণালয়, আর্থিক প্রতিষ্ঠানবিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) ২০২০-২১ সংক্রান্তমার্চ-২০২১ ভিত্তিক ৯ম মাসিক সভা মোঃ আসাদুল ইসলাম,সিনিয়রসচিব, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয় এর সভাপতিত্বে মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়এর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০১৯-২০২০ অর্থবছরে সরকারের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি(এপিএ) মূল্যায়নে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকসমূহের মধ্যে ‘১ম স্থান’অর্জন করায় অগ্রণী ব্যাংক লিমিটেডকে ধন্যবাদ প্রদান এবং সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করাহয়। অগ্রণী ব্যাংক লিমিটেড এরপক্ষে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট গ্রহণ করেন ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উলইসলাম।
এ অর্জনে অগ্রণী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও ব্যাংকের পরিচালনা পর্ষদসহ ১৩ হাজার নির্বাহী, কর্মকর্তাও কর্মচারীদেরকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে অগ্রণীর অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।