নিজস্ব প্রতিবেদক
তিন দফা দাবিতে ক্যাম্পাসে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এ সময় অংশ নিয়েছে জবি ছাত্রদল, জবি শিবির, ছাত্র অধিকার পরিষদ, গণতান্ত্রিক ছাত্র সংসদসহ বিভিন্ন ছাত্র সংগঠন।
বুধবার (১৪ মে) সকাল থেকে জবি কেন্দ্রীয় শহীদ মিনার ও শান্ত চত্বরের সামনে জবি শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এদিন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।
এ সময় শিক্ষার্থীরা ‘হল ভাতা আবাসন’, ‘কবে দিবা প্রশাসন’? ‘আবাসন দিতে যদি না পারো’, ‘ইন্টেরিম তুমি ক্ষমতা ছাড়ো’। ‘সংকট থাকলে আবাসনে’, ‘ইন্টেরিম যাবে নির্বাসনে’। ‘এক দুই তিন চার মানবো আর অনাচার’। ‘রক্ত লাগলে রক্ত নে’, ‘জগন্নাথরে হল দে’, ‘অমুক তমুক বাজেট পায়’, ‘জগন্নাথ কোথায় যায়’ স্লোগানে স্লোগানে মিছিল বের করে ক্যাম্পাস ছাড়েন।
আন্দোলনকারীদের তিন দফা দাবি হলো-
১. আবাসন ব্যবস্থা নিশ্চিত না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন বৃত্তি ২০২৫-২৬ অর্থবছর থেকে কার্যকর করতে হবে।
২. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ অর্থবছরের জন্য প্রস্তাবিত পূর্ণাঙ্গ বাজেট কাটছাঁট না করেই অনুমোদন করতে হবে।
৩. জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ পরবর্তী একনেক সভায় অনুমোদন করে অগ্রাধিকার প্রকল্পের আওতায় বাস্তবায়ন করতে হবে।