প্রথম আঘাত শরিফুল ইসলামের

স্পোর্টস ডেস্ক :ওয়ানডে ও টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের পর আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে ফিল্ডিং করছে বাংলাদেশ। সাদা পোশাকে অল্পবিস্তর সুযোগ পাওয়া সফরকারীদের বেশ শক্তভাবেই নিয়েছে বাংলাদেশ। যার ইঙ্গিত বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের মন্তব্যে স্পষ্ট পাওয়া যায়। স্বাগতিক পেসাররাও শুরু থেকেই চেপে ধরেছে আইরিশদের। দলীয় ১৩ রানেই প্রথম আঘাত হেনেছেন পেসার শরিফুল ইসলাম।

এই ম্যাচ দিয়ে সাদা পোশাকে অভিষেক হওয়া মারে কমিন্সকে তিনি ব্যক্তিগত ৫ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলেছেন। এখন পর্যন্ত মাত্র দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন কমিন্স। তবে বাংলাদেশের বিপক্ষের ওয়ানডে ও টি-টোয়েন্টিতে তিনি ছিলেন না।

সৈয়দ খালেদ আহমেদের করা আগের ওভারে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছিলেন মারে কমিন্স। পরের ওভারে চমৎকার এক ডেলিভারিতে অভিষিক্ত এই ওপেনারকে এলবিডব্লিউ করে দিলেন শরিফুল। বাঁ-হাতি পেসারের স্টাম্প তাক করে করা ফুল লেংথ ডেলিভারির লাইনে যেতে পারেননি আইরিশ ওপেনার। ব্যাটের কানা ফাঁকি দিয়ে বল প্যাডে লাগলে জোরালো আবেদনে সাড়া দেন আম্পায়ার। উদ্বোধনী জুটিতে সঙ্গী জেমস ম্যাককলামের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়ে ফিরে যান কমিন্স। ভাঙে ১১ রানের জুটি।

শেষ খবর পাওয়া পর্যন্ত আইরিশদের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৬ রান। ক্রিজে আছেন জেমস ম্যাককালাম ও অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। মারে ছাড়াও এই আরও পাঁচজনকে অভিষেক করিয়েছে আয়ারল্যান্ড। এছাড়াও জিম্বাবুয়ের হয়ে এর আগে ৮টি টেস্ট খেলা উইকেটরক্ষক পিটার মুরও আয়ারল্যান্ডের জার্সিতে প্রথমবারের মতো নেমেছেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন সফরকারী অধিনায়ক বালবার্নি। ফিল্ডিংয়ে নামা সাকিব আল হাসানদের একাদশে তিন স্পিনার ও তিনজন পেসার রয়েছে। শঙ্কা থাকলেও শেষপর্যন্ত একাদশে রয়েছেন তামিম ইকবাল।

 

পূর্ববর্তী নিবন্ধপ্রযোজকের বিরুদ্ধে স্বস্তিকার যত অভিযোগ
পরবর্তী নিবন্ধমন্ত্রীর সেই নাতির সঙ্গে জাহ্নবীর বিয়ের গুঞ্জন