সৌদি ক্লাবের সঙ্গে চুক্তিতে সম্মতি ক্রিস্টিয়ানো রোনালদোর

স্পোর্টস ডেস্ত : ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে আল নাসেরে খেলবেন ক্রিস্টিয়ানো রোনালদো। সৌদি আরবের ক্লাবটিতে আড়াই বছরের চুক্তি করতে যাচ্ছেন তিনি। ক্রীড়াবিষয়ক স্প্যানিশ শীর্ষস্থানীয় গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

কাতারে বিশ্বকাপ শুরুর কয়েকদিন আগে নিজের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে বোমা ফাটান রোনালদো। ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড ক্লাবটির কোচ ও মালিককে নিয়ে তীব্র সমালোচনা করেন। ম্যানচেস্টারও তার সঙ্গে চুক্তির সম্পর্ক শেষ করে দিয়েছে।

এরপর থেকেই রোনালদোর প্রতি আগ্রহ দেখায় সৌদি ক্লাব আল নাসের। তবে ইউরোপের শীর্ষ কোনও ক্লাবের ডাক পাওয়ার প্রতীক্ষায় তাদের প্রস্তাব ফিরিয়ে দেন ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। অপেক্ষার পালা শেষ, কারও কাছ থেকে সাড়া না পাওয়ায় আরবীয় ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে সম্মতি দিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

১০ কোটি ইউরোতে রোনালদোর সঙ্গে চুক্তি হতে যাচ্ছে আল নাসেরের। কিন্তু প্রতি মৌসুমে সিআরসেভেন পাবেন প্রায় ২০ কোটি ইউরো, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী ফুটবলারের মর্যাদা দেবে।

 

পূর্ববর্তী নিবন্ধনাচ ব্রাজিলের তরুণ তারকাদের ভাষা: কোচ তিতে
পরবর্তী নিবন্ধগাইবান্ধা-৫ আসনে উপনির্বাচনে ফের ভোট ৪ জানুয়ারি