৫১৩ রানে থামল টাইগাররা

পপুলার২৪নিউজ ডেস্ক:

মোস্তাফিজুর রহমানকে ফিরিয়ে বাংলাদেশকে গুটিয়ে দিলেন সুরঙ্গা লাকমল। তার শর্ট বলে উইকেটের পেছনে নিরোশান ডিকভেলাকে ক্যাচ দিয়ে ফিরেছেন মোস্তাফিজ। এর সঙ্গে প্রথম ইনিংসে ৫১৩ রান করে থামল টাইগাররা। টেস্টে দেড় বছরের পথচলায় এটি স্বাগতিকদের পঞ্চম সর্বোচ্চ।

অভিষেকে বাংলাদেশের প্রথম অধিনায়ক হিসেবে সেঞ্চুরির হাতছানি ছিল মাহমুদউল্লাহর সামনে। তবে সঙ্গীর অভাবে তা পূরণ করতে পারেননি তিনি। ৮৩ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। ১৩৪ বলে তার ইনিংসটি সাজানো ৭ চার ও ২ ছক্কায়।

সব মিলিয়ে দ্বিতীয় দিন ৩৯.৫ ওভারে ৬ উইকেটে ১৩৯ রান তুলেছে বাংলাদেশ।

শ্রীলংকার হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন সুরঙ্গা লাকমল ও রঙ্গনা হেরাথ। ২ উইকেট ঝুলিতে ভরেছেন লক্ষণ সান্দাকান।

সংক্ষিপ্ত স্কোর:

বাংলাদেশ ১ম ইনিংস: (আগের দিন ৩৭৪/৪) ১২৯.৫ ওভারে ৫১৩ (তামিম ৫২, ইমরুল ৪০, মুমিনুল ১৭৬, মুশফিক ৯২, লিটন ০, মাহমুদউল্লাহ ৮৩*, মোসাদ্দেক ৮, মিরাজ ২০, সানজামুল ২৪, তাইজুল ১, মোস্তাফিজ ৮; লাকমল ২৩.৫-৪-৬৮-৩, কুমারা ১৫-১-৭৯-০, দিলরুয়ান ২৭-৪-১১২-১, হেরাথ ৩৭-২-১৫০-৩, সান্দাকান ২২৩-১-৯২-২, ধনঞ্জয়া ৫-০-১২-০)

পূর্ববর্তী নিবন্ধজামালগঞ্জে ব্রীজের অভাবে লক্ষাধিক মানুষের দূর্ভোগ
পরবর্তী নিবন্ধকরুনারত্নেকে ফেরালেন মিরাজ