৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল স্বাভাবিক

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে ওই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে ভোর ৫টা থেকে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী মহাব্যবস্থাপক নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ভোর থেকে নৌরুট এলাকায় ঘন কুয়াশার কারণে ফেরি মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই ভোর ৫টার দিকে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়।

পরে সকাল ৯টার দিকে কুয়াশা কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এসময় আটকে পড়া ফেরিগুলো গন্তব্যের উদ্দেশ্যে চলতে শুরু করে বলে জানান মহাব্যবস্থাপক নাসির।

পূর্ববর্তী নিবন্ধ‘যুক্তরাষ্ট্র-ইসরাইলের স্বার্থ রক্ষা করছে সৌদি আরব’
পরবর্তী নিবন্ধহবিগঞ্জের সাতছড়িতে র‌্যাবের অভিযান