৩৬ তম বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৫৯৯০ জন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
৩৬তম বিসিএসের লিখিত পরীক্ষায় ৫ হাজার ৯৯০ জন উত্তীর্ণ হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে সরকারি কর্মকমিশনের (পিএসসি) এক বৈঠকের পর ফলাফল প্রকাশের সিদ্ধান্ত হয়।

পিএসসির জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান এই তথ্য জানিয়েছেন।

প্রথম শ্রেণির ২ হাজার ১৮০ জন গেজেটেড কর্মকর্তা নিয়োগ দিতে ২০১৫ সালের ৩১ মে ৩৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। গত বছরের ৮ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষায় অনুষ্ঠিত হয়। দুই লাখেরও বেশি পরীক্ষার্থী এতে অংশ নেন। কিন্তু উত্তীর্ণ হন মাত্র ১৩ হাজার ৬৭৯ জন। গত বছরের সেপ্টেম্বরে তাদের লিখিত পরীক্ষা হয়। এতে অংশ নেন ১২ হাজার ৪৬৮ জন।

পূর্ববর্তী নিবন্ধখেলার পর মিরাজকে নিয়ে মন্তব্য করবেন পূজারা
পরবর্তী নিবন্ধ‘জড়ুয়া টু’তে সালমান-কারিশমা