২২ থেকে ২৫ জুন পোশাকশ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি : স্বরাষ্ট্রমন্ত্রী

 

পপুলার২৪নিউজ প্রতিবেদক :

মহাসড়কে যানজট এড়াতে তৈরি পোশাকশিল্প কারখানার শ্রমিকদের ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত পর্যায়ক্রমে ছুটি দিতে মালিকদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ রোববার সচিবালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

রোববার দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ বৈঠক চলে। বৈঠক শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা মো. শরীফ মাহমুদ মুঠোফোনে প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ছুটির আগেই পোশাকশ্রমিকদের বেতন-ভাতাসহ যাবতীয় পাওনা পরিশোধ করারও নির্দেশ দিয়েছেন মন্ত্রী। আর এসব বিষয়ে একমত হয়েছেন মালিকপক্ষ।

এ ছাড়া ঈদে ঘরে ফেরা মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রস্তুত থাকবেন বলেও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে কর্মবিরত পালন করেছেন চিকৎসকেরা
পরবর্তী নিবন্ধআক্রমণের ঘটনা দুঃস্বপ্নের মতো মনে হচ্ছে : মির্জা ফখরুল