গোপালগঞ্জে কর্মবিরত পালন করেছেন চিকৎসকেরা

হায়দার হোসেন গোপালগঞ্জ প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

দেশের বিভিন্ন স্থানে হাসপাতালের চিকিৎসক ও চিকিৎসা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবীতে গোপালগঞ্জের সকল প্রাইভেট চেম্বার ও ক্লিনিকে কর্মবিরত পালন করেছেন চিকিৎসকেরা। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) এর উদ্দ্যোগে এ কর্মসূচী পালন করা হচ্ছে।
আজ রোববার সকাল থেকে প্রাইভেট চেম্বার ও ক্লিনিকগুলোতে কোন চিকিৎসক বসেননি। অনেক রোগী চিকিৎসা না পেয়ে ফিরে গেছেন। ফলে জেলার স্বাস্থ্য সেবা এক প্রকার ভেঙ্গে পড়েছে। এদিকে এ ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ ধারন করেছে চিকিৎসকেরা। তবে জেলার সরকারী হাসপাতালগুলোতে চিকিৎসা সেবা দিয়েছেন তারা।

 

 

পূর্ববর্তী নিবন্ধগোপালগঞ্জে খাল থেকে বৃদ্ধার মৃতদেহ উদ্ধার
পরবর্তী নিবন্ধ২২ থেকে ২৫ জুন পোশাকশ্রমিকদের পর্যায়ক্রমে ছুটি : স্বরাষ্ট্রমন্ত্রী