১০দিন পর ডিএসইতে লেনদেন উত্থান

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

অবশেষে ডিএসইতে লেনদেনে উত্থান

টানা ১০ কার্যদিবস পতনের পরে মঙ্গলবার  দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আর্থিক লেনদেন বেড়েছে। এদিন মূল্যসূচক ও অধিকাংশ কোম্পানির শেয়ার এবং ইউনিটের দর বেড়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৪ জানুয়ারি ডিএসইতে আর্থিক লেনদেন কমতে শুরু হয়। যা কমতে কমতে ২ হাজার ১৮০ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন ৬ ফেব্রুয়ারি ৫৭৬ কোটি ২২ লাখ টাকায় নেমে আসে। তবে মঙ্গলবার সামান্য বেড়ে ৬২০ কোটি ৩২ লাখ টাকার লেনদেন হয়েছে।

মঙ্গলবার ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ২৯ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৫৩৯২ পয়েন্টে। যা আগের দিন ৪০ পয়েন্ট বেড়েছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৬টি কোম্পানির মধ্যে ১৮০টি বা ৫৫.২১ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১০৭টি বা ৩২.৮২ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি বা ১১.৯৬ শতাংশ কোম্পানির।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যাসিফিক ডেনিমসের শেয়ার। এদিন কোম্পানির ৬২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এসিআই ফরমুলেশনের ২৬ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।

লেনদেনে এরপর রয়েছে- ইসলামী ব্যাংক, বেক্সিমকো, এএফসি অ্যাগ্রো বায়োটেক, লংকাবাংলা ফাইন্যান্স, আল-আরাফা ইসলামি ব্যাংক, আরএসআরএম স্টিল ও ডরিন পাওয়ার জেনারেশন।

অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সিএসসিএক্স মূল্যসূচক ৭৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১০১১৯ পয়েন্টে। বাজারটিতে ৪৪ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া ২৩৭টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১৩৪টির, কমেছে ৮১টির এবং অপরিবর্তীত রয়েছে ২২টির।

 

পূর্ববর্তী নিবন্ধকোহলিকে থামানোর উপায় জানেন পন্টিং
পরবর্তী নিবন্ধকান্নাকাটি করায় নবজাতকের পা ভাঙল হাসপাতালকর্মী