হাওর রক্ষা বাঁধ নির্মাণের দুর্নীতিতে জনপ্রতিনিধিরাও জড়িত : বদিউল

 

নুর উদ্দিন ছাতক (সুনামগঞ্জ )প্রতিনিধি পপুলার২৪নিউজ:
সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক বদিউল আলম
মজুমদার বলেছেন, হাওরের ফসল রক্ষা বাঁধ ভেঙে ধান তলিয়ে যায়। সেই বাঁধ
নির্মাণের দুর্নীতির সঙ্গে প্রশাসনিক কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয়
জনপ্রতিনিধিরাও জড়িত।
তিনি বলেন, সুনামগঞ্জে বোরো ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতির পর এই এলাকাকে দুর্গত
ঘোষণার যে দাবি উঠেছে তার সাথে আমি সম্পুর্ণরূপে একমত। কারণ ক্ষয়ক্ষতির দিক
থেকে এবছর অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ায় কৃষকের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ৯০
ভাগ কৃষকের ঘরে খাবার নেই। বেশিরভাগ কৃষক সরকারি, বেসরকারি ও মহাজনী ঋণের জালে
আবদ্ধ। বেঁচে থাকার তাগিদে গৃহপালিত গবাদীপশু প্রকৃত মুল্যের চেয়ে কম দামে
বিক্রি করতে বাধ্য হয়েছেন। এমন পরিস্থিতিতে বোরো চাষের সঙ্গে জড়িত কৃষকের
অর্থনৈতিক মেরুদন্ড ভেঙে পড়েছে। এমতাবস্থায় সুনামগঞ্জ জেলাকে অবিলম্বে দুর্গত
এলাকা ঘোষণার কোন বিকল্প নেই।
বুধবার দুপুরে সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে জেলাকে দুর্গত
এলাকা ঘোষণার দাবিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
সুজন সম্পাদক আরও বলেন, একজন কৃষক সব কিছু হারাল। এই জন্য কে দায়ী। অন্যের
অপরাধ, অপকর্ম, দুর্নীতির কারণে কৃষকের আজকে এই অবস্থা। ফসল হারিযে যারা আজ
সর্বশ্রান্ত হয়েছে তাদের প্রতি সমবেদনা জানাই। একই সাথে যারা এই অপকর্মের জন্য
দায়ী তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে শুধুমাত্র নামকাওয়াস্তে লোক
দেখানো বদলি কিংবা শাস্তি দেওয়ার বদলে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি
জানাই।
সংবাদ সম্মেলনে বদিউল আলম মজুমদার হাওরের ফসলের টেকসই সুরক্ষার জন্য সকল নদী,
খাল, বিল ও হাওর খনন করা সবচেয়ে জরুরি বলে মত দেন। ফসলহানির পর মাছে ব্যাপক
হারে যে মড়ক দেখা দিয়েছে সেটা প্রতিরোধে কর্যকরী উদ্যোগ নিতেও সরকারের প্রতি
আহবান জানান তিনি।
সুজনের সুনামগঞ্জ জেলা সভাপতি অ্যাড. হোসেন তৌফিক চৌধুরীর সভাপতিত্বে ও যুগ্ম
সম্পাদক মাসুম হেলালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, শিক্ষা আন্দোলন কর্মী
তাজিমা হোসেন মজুমদার, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, ন্যাথানিয়াল এডুইন
ফেয়ারক্রস, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সৈয়দ সায়েখ আহমদ, সাংবাদিক
কামরুজ্জামান চৌধুরী, সুজনের জেলা সাধারণ সম্পাদক আলী হায়দর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধছাতকে জাগরনি সংঘের ফুটবল ফাইন্যালে রামপুর ক্লাব বিজয়ী
পরবর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সার বিদায়