হাওর অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে না : ফখরুল

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাওর অঞ্চলে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে না। শুক্রবার বিএনপির সাবেক মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের স্ত্রীর ছায়েরা হোসেনকে রাজধানীর স্কয়ার হাসপালে দেখতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিএনপির মহাসচিব বলেন, আমি হাওর অঞ্চলে গেছি, দেখেছি যে পরিমাণ ত্রাণ দেওয়া হচ্ছে জনগণের চাহিদার কিছুই হচ্ছে না। সেখানের মানুষ আহাজারি করছে। তারা বলছে তাদের বছর কিভাবে চলবে। সরকারের উচিত হাওর অঞ্চলকে দুর্যোগপুর্ণ অঞ্চল হিসাবে ঘোষণা করা। আগামী ১০ তারিখে বিএনপির চেয়ারপাসন বেগম খালেদা জিয়া ভিশন ২০৩০ সালের রূপরেখা জন্য প্রেস কনফারেন্স করবেন। এখনো আমরা নিশ্চত নই তবে হবে। ২০১৯ সালে আমরা সরকার পরিচালনার দায়িত্বে গেলে কি কি কাজ করবো এবং স্বপ্নটা কিভাবে দেখবো সেই সব রূপরেখা হবে।

পূর্ববর্তী নিবন্ধভিড় ঠেলে ভোট দিলেন শাকিব
পরবর্তী নিবন্ধরাজধানীতে সবজির বাজার চড়া: বেড়েছে চাল, চিনিসহ কয়েকটির পণ্যর দাম