হাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি; ১৪০ জনের বিরুদ্ধে মামলা

পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জে হাওরের ফসলরক্ষা বাঁধ নির্মাণে সরকারের অর্থ আত্মসাৎ ও দুর্নীতিকে উৎসাহিত করার অভিযোগে সরকারের সচিব, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির মোট ১৪০ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ সিনিয়র স্পেশাল জজ আদালতে জেলা আইনজীবী সমিতির পক্ষ থেমে মামলাটি করেন সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক।

মামলায় পানি উন্নয়ন বোর্ডের ১৫ জন কর্মকর্তা, ১৬ জন ঠিকাদার ও প্রকল্প বাস্তবায়ন কমিটির ৭৮ জন সভাপতি ও সাধারণ সম্পাদককে আসামি করা হয়েছে।

হাওরডুবির সময় দুর্যোগ নিয়ে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে জনশৃংখলার বিঘ্ন করে বৈরী অবস্থার জন্ম দেওয়ার অভিযোগে দুর্যোগ ব্যবস্থাপনা সচিব শাহ কামালকেও আসামি করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আদালতের বিচারক মামলাটি আদেশের জন্য রেখে দিয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধনেইমার বিশ্বাসঘাতক?
পরবর্তী নিবন্ধজিদানের ছেলের নৈপুণ্যে রিয়ালের জয়