জিদানের ছেলের নৈপুণ্যে রিয়ালের জয়

পপুলার২৪নিউজ ডেস্ক:
টাইব্রেকারে কষ্টের জয় দিয়ে নতুন মৌসুমের প্রস্তুতি শেষ করেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

অল স্টার্সকে ৪-২ ব্যবধানে হারিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা। জয়ে সবচেয়ে বড় অবদান তরুণ গোলরক্ষক জিদানের ছেলে লুকা জিদানের।

আজকের ম্যাচেও দলের বাইরে ছিলেন রিয়ালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

তবে শক্তিশালী দল নিয়েই মাঠে নেমেছিল রিয়াল। দলে ছিলেন ইসকো, টনি ক্রুস, করিম বেনজেমা, গ্যারেথ বেল ও মার্সেলোর মতো ফুটবলাররা।

অন্যদিকে অল স্টার্সে ছিলেন এক সময়ে মাঠ মাতানো কাকা, ডেভিড ভিয়ার মতো ফুটবলার।

শিকাগোর সোলজার ফিল্ডে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে শুরু হওয়া ম্যাচটি নির্ধারিত সময়ে ১-১ ব্যবধানে ড্র ছিল।

প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। বিরতির পর ম্যাচের ৫৯তম মিনিটে মায়োরালের গোলে এগিয়ে যায় রিয়াল।

তবে ৮৭তম মিনিটে সমতা ফেরায় অল স্টার্স। গোল করেন ডম ডয়ার।

নির্ধারিত সময়ে আর গোল না হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।

সেখানে ডয়ারের নেয়া অল স্টার্সের প্রথম পেনাল্টি ফিরিয়ে দেন ১৯ বছর বয়সী গোলরক্ষক লুকা। পরে ক্রসবারে মারেন জিওভানি দস সান্তোস।

রিয়ালের হয়ে গোল করেন করিম বেনজেমা, মাতেও কোভাচিচ, গ্যারেথ বেল ও মার্সেলো।

পূর্ববর্তী নিবন্ধহাওরে বাঁধ নির্মাণে দুর্নীতি; ১৪০ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধএক দিনে ফ্রিজ বিক্রির রেকর্ড করলো ওয়ালটন