স্বল্প আয়ের মানুষের জন্য ১০ হাজার ফ্ল্যাট হবে : অর্থমন্ত্রী

পপুলার২৪নিউজ প্রতিবেদন :

রাজধানীর মিরপুরে স্বল্প আয়ের মানুষের জন্য সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) পদ্ধতিতে ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাটেজ বক্তব্যের সময় একথা জানান অর্থমন্ত্রী। নতুন অর্থবছরের জন্য ‘উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ : সময় এখন আমাদের’ নাম দিয়ে ৪ লাখ ২৬৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট পেশ করেছেন তিনি।

‘ঢাকার কড়াইল-লালসরাই ও মহাখালীতে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ৪ হাজার ৬৬২টি আবাসিক ফ্ল্যাট এবং মিরপুরে স্বল্প আয়ের মানুষের জন্য পিপিপি পদ্ধতিতে প্রায় ১০ হাজার ফ্ল্যাট নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে’, বলেন অর্থমন্ত্রী।

মুহিত বলেন, স্বল্প আয়ের মানুষের জন্য ফ্ল্যাট নির্মাণের পাশাপাশি মিরপুর ৯ নম্বর সেকশনে স্যাটেলাইট টাউন নির্মাণ এবং চট্টগ্রামের জিইসি মোড়ে বহুতল বাণিজ্যিক-কাম-আবাসিক ভবন নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

পূর্ববর্তী নিবন্ধবাউন্ডারি হাঁকিয়ে তামিমের হাফ সেঞ্চুরি
পরবর্তী নিবন্ধএক নজরে বাজেট ঘোষণার তারিখ ও ঘোষক