সৌদি সীমান্তে পাকিস্তানি সেনা মোতায়েন!

পপুলার২৪নিউজ ডেস্ক:
ইয়েমেন সংলগ্ন সৌদি আরব সীমান্তে এক ব্রিগেড যুদ্ধোপযোগী সেনা মোতায়েন করছে পাকিস্তান। দক্ষিণাঞ্চলীয় সীমান্তে ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলা ঠেকাতে যখন রিয়াদ হিমশিম খাচ্ছে তখন এ সেনা মোতায়েনের খবর দিল নিরাপত্তা সূত্রগুলো।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রোববার মিডল ইস্ট আই এ খবর দিয়েছে। এতে বলা হয়, পাক সেনাদের কেবলমাত্র দক্ষিণাঞ্চলীয় সৌদি সীমান্তে মোতায়েন করা হবে। এসব সেনা সৌদি সীমান্তের বাইরে ব্যবহার হবে না বলেও সূত্রগুলো জোর দিয়ে দাবি করেছে।

গত বছরের ডিসেম্বরে পাক সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়ার সৌদি আরবে তিন দিনের রাষ্ট্রীয় সফরের পর সেনা ব্রিগেড পাঠানোর খবর প্রকাশ পেল।

পূর্ববর্তী নিবন্ধ১২ হাজার নিরাপত্তারক্ষীকেও বুড়ো আঙুল!
পরবর্তী নিবন্ধফ্যাশন শো আয়োজকদের বিপাশার বিরুদ্ধে আদালতে যাওয়ার চিন্তাভাবনা