ফ্যাশন শো আয়োজকদের বিপাশার বিরুদ্ধে আদালতে যাওয়ার চিন্তাভাবনা

পপুলার২৪নিউজ ডেস্ক:
শেষ মুহূর্তে র‍্যাম্পে হাঁটতে অস্বীকার করায় বিপাশা বসুর কাছ থেকে ২৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন পাকিস্তান লন্ডন ফ্যাশন শো-এর আয়োজক গুরবীর কউর ও রণিতা শর্মা। একসপ্তাহের মধ্যে ওই ক্ষতিপূরণ দিতে বলেছেন তাঁরা। নচেৎ আইনি ব্যবস্থা নেওয়া হবে বিপাশার বিরুদ্ধে। এছাড়া ব্রিটেনের ইমিগ্রেশন অফিসকে তাঁরা বিষয়টি জানাবেন বলে স্থির করেছেন। ভবিষ্যতে বিপাশা যাতে ব্রিটেনে কাজ করতে না পারেন, তার ব্যবস্থা করতে চেষ্টা করছেন গুরবীর ও রণিতা।

পাকিস্তান লন্ডন ফ্যাশন শোয়ে র‍্যাম্পে হাঁটার কথা ছিল বিপাশার। কিন্তু শেষ মুহূর্তে তিনি হাঁটেননি। উলটে দুর্ব্যবহার করেছেন আয়োজকদের সঙ্গে বলে অভিযোগ। বিপাশার ব্যবহারে অসন্তুষ্ট ওই আয়োজক সংস্থা তাঁর বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন। তাঁদের বক্তব্য, বিপাশা আসলে করণকে লন্ডন দেখাতে চেয়েছিলেন। লন্ডনের ওই ফ্যাশন শোয়ে যোগ দেওয়ার সম্ভবত সেটাই উদ্দেশ্য ছিল। গুরবীর ও রণিতার মতে, তাঁরা কর্মকর্তাদের খরচে লন্ডনে হানিমুন সেরে গেলেন।

পূর্ববর্তী নিবন্ধসৌদি সীমান্তে পাকিস্তানি সেনা মোতায়েন!
পরবর্তী নিবন্ধনাটোরে বিষ দিয়ে ৫ লাখ টাকার মাছ নিধন