সৌদি আরবে হামলার হুমকি আইএসের

পপুলার২৪নিউজ ডেস্ক:
এবার সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ইরানে হামলার পর এক ভিডিও বার্তায় আইএস এই হুমকি দেয় বলে জানিয়েছে সাইট ইন্টেলিজেন্স। খবর রয়টার্স।

গত বুধবার ইরানের সংসদ ও আয়তুল্লা খোমেনীর মাজারের পাশে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। ওই হামলায় ১৭ জন নিহত হয়। আইএস ইরানে হামলার দায় স্বীকার করে এবং আরও হামলা চালানোর হুমকি দেয়।

ইরানে হামলার পূর্বে ধারণ করা এক ভিডিও বার্তায় আইএস সদস্যরা বলেন, ‘আল্লাহ আমাদের জিহাদের জন্য অনুমতি দিয়েছেন। প্রথম জিহাদ হচ্ছে ইরানে। আমাদের অন্য ভাইরা এবং মুসলমানরা জিহাদে অংশ নেবে।’

এই ভিডিওটি সৌদি সরকারের জন্য প্রকাশ করা হয়েছে এবং এখানে অন্য ভাইরা বলতে আইএস এর আরেকটি দলকে বোঝানো হয়েছে, যারা সৌদি আরবে হামলা চালাবে বলে দাবি করছে সাইট ইন্টেলিজেন্স।

আইএস’র ওই ভিডিও বার্তায় বলা হয়, ইরানের পরে তোমার পর্ব আসছে। আল্লাহর রহমতে আমরা তোমাকে তোমার বাড়িতেই হামলা চালাব।’

তবে এ বিষয়ে এখনও পর্যন্ত সৌদি কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধশেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন না : দুদু
পরবর্তী নিবন্ধরোববার পার্বত্য তিন জেলায় সকাল-সন্ধ্যা হরতাল