শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচনে অংশ নিতে পারবেন না : দুদু

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এই মন্তব্য করেন।

বিএনপির ভাইস- চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর মুক্তির দাবিতে ‘ঢাকাস্থ বেগমগঞ্জবাসী’র ব্যানারে এই মানববন্ধন হয়।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দুদু বলেন, আপনি শেখ হাসিনা তো আর বেশি দিন ক্ষমতায় নেই। দেশের জনগণ আপনাকে চাচ্ছে না। প্রধানমন্ত্রী হিসেবে আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। সহায়ক সরকারের অধীনেই আপনাকে নির্বাচনে অংশ নিতে হবে।

তিনি আরও বলেন, সহায়ক সরকারের দাবি মেনে নিলে জনগণ আপনাকে মাথায় করে রাখবে। অন্যথায় যে পরিস্থিতি সৃষ্টি হবে তা আপনার জন্য সুখকর হবে না। গণআন্দোলনের মাধ্যমে আপনাকে পদত্যাগে বাধ্য করা হবে।

সংগঠনের সভাপতি মোরশেদ আলমের সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন বিএনপি  চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ফারুক, কেন্দ্রীয় নেতা আবু নাসের  মুহাম্মাদ রহমত উল্লাহ,  ফোরকান এ আলম প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধহবিগঞ্জে অনৈতিক সম্পর্ক না করায় বিধবাকে পিটিয়ে হত্যা
পরবর্তী নিবন্ধসৌদি আরবে হামলার হুমকি আইএসের