সোনালী ব্যাংক ও বাঙলা কলেজের মধ্যে চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক:

সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে বেতন, বিবিধ ফি ও চার্জ আদায়ের লক্ষ্যে সোনালী ব্যাংক লিমিটেড এবং সরকারি বাঙলা কলেজের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কলেজ মিলনায়তনে নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র স্বাক্ষর করেন সোনালী ব্যাংক লিমিটেড, প্রিন্সিপাল অফিস মিরপুরের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ শাহবীর এবং সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. ফেরদৌসী খান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ মনিরুজ্জামান, মোঃ আরশাদ হোসেন ও কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোঃ জাহাঙ্গীর হোসেন। এসময় ব্যাংকের অন্যান্য নির্বাহী-কর্মকর্তারা এবং কলেজের শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থীরা ঘরে বসে অনলাইনে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে যাবতীয় ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধইসলামী ব্যাংকের সাথে হাব এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কায় বিদ্যুতের দাম বাড়লো ২৭৫ শতাংশ