সৈয়দপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি,   পপুলার২৪নিউজ

7সৈয়দপুরে শুক্রবার ক্রেডিট এ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম (সিডিএফ) ও বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সাহায্য সংস্থা’র (এমএসএস) যৌথ উদ্যোগে শীতার্তদের কম্বল বিতরণ করা হয়েছে। সৈয়দপুর উপজেলার কামারপুকুরে অবস্থিত বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সাহায্য সংস্থা’র (এমএসএস) প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে ওই শীতবস্ত্র বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে মাইক্রোক্রেডট রেগুলেটরী অথরিটির (এমআরএ) এক্সিকিউটিভ ভাইস্ চেয়ারম্যান মি. অমলেন্দু মুখার্জী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এতে সভাপতিত্ব করেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সাহায্য সংস্থা’র (এমএসএস) নির্বাহী পরিচালক এ, এন, এম ইমাম হাসানাত।
কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্রেডিট এ্যান্ড ডেভেলপমেন্ট ফোরামের (সিডিএফ) সভাপতি মো. ইমরানুল হক চৌধুরী, সিডিএফ’র নির্বাহী পরিচালক মো. আবদুল আউয়াল ও গণ-উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) নির্বাহী প্রধান আবদুস্ সালাম।
কম্বল বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সাহায্য সংস্থার(এমএসএস) পরিচালক মো. জাকির হোসেন।
পরে প্রধান অতিথি মি. অমলেন্দু মুখার্জী  শীতার্তদের হাতে কম্বল তুলে দেন।
অনুষ্ঠানে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এলাকার পাঁচ শত অহায়, দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে একটি করে নতুন কম্বল বিতরণ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধলক্ষ্মীপুরে বিরল প্রজাতির মেছো বাঘ আটক
পরবর্তী নিবন্ধডোমারে শীতবস্ত্র বিতরণ